ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় ইপিজেড শ্রমিক নিহত

ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ০১:৫০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৮

পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় হেলাল (২৪) নামে এক ইপিজেড শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঈশ্বরদী উপজেলা শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল ঈশ্বরদী রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এমজিএল-২ কারখানার শ্রমিক। তিনি উপজেলার নারিচা এলাকার মৃত ইসমাইল হোসেন মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাইসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার সময় গ্যাসের সিলিন্ডার বোঝাই ট্রাক (রাজ মেট্রো-ট ১১-০১৫৭) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান হেলাল।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/জেআইএম

আরও পড়ুন