ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় ইপিজেড শ্রমিক নিহত
নিহত হেলাল
পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় হেলাল (২৪) নামে এক ইপিজেড শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঈশ্বরদী উপজেলা শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল ঈশ্বরদী রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এমজিএল-২ কারখানার শ্রমিক। তিনি উপজেলার নারিচা এলাকার মৃত ইসমাইল হোসেন মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাইসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার সময় গ্যাসের সিলিন্ডার বোঝাই ট্রাক (রাজ মেট্রো-ট ১১-০১৫৭) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান হেলাল।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি।
আলাউদ্দিন আহমেদ/আরএআর/জেআইএম