ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবল আটক
জয়পুরহাটে ট্রেনে ফেনসিডিল বহনের অভিযোগে সদর থানার সাকোয়াত হোসেন নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে র্যাপডি অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শনিবার সকাল ১০টায় পার্বতীপুর থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে ৬৩ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
জয়পুরহাট সদর থানার উপ পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, পরিচয়পত্র কিংবা থানা কর্তৃক অনুমতি ছাড়াই কনস্টেবল সাকোয়াত পাঁচবিবিতে গিয়েছিলেন। সেখান থেকে ট্রেনে করে আসার সময় তার কাছ থেকে ৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের ১১৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে
- ২ প্রার্থিতা ফিরে পেলেন ফরিদপুরের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান
- ৩ আদিবাসীদের জন্য রাজনৈতিক দলগুলোর ইশতেহারে কী আছে দেখতে চাই
- ৪ নোয়াখালীতে হিজড়া জনগোষ্ঠী ২ হাজার, ভোটার মাত্র ১৪
- ৫ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, দুই লাখ টাকা জরিমানা