ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮

দেশব্যাপী পুলিশের নাশকতা বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মো. আবদুর রব রাজাকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। বুধবার বেলা সোয়া ১২টার দিকে খাগড়াছড়ি আদালত পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মো. আবদুর রব রাজা ছাড়াও বুধবার জেলা সদর ও মহালছড়ি থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের আরও ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি।

অন্যরা হলেন, খাগড়াছড়ি পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. কুদ্দুস মিয়া, মো. নাজমুল হোসেন, সুজন মিয়া, মনির হোসেন ও ওয়ার্ড যুবদল নেতা আব্দুল মতিনকে আটক করা হয়। এছাড়ও জেলার মহালছড়ি থেকে আটক করা হয় উপজেলা বিএনপির সদস্য মো. বেলাল হোসেনকে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে সামনে রেখে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় তাদেরক গ্রেফতার করা হয়েছে।

এ নিয়ে সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে এ পর্যন্ত খাগড়াছড়ি জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের ৪৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/এমএএস/আইআই

আরও পড়ুন