চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও পেট্রলবোমা উদ্ধার
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ঝিকড়া গ্রামের একটি নলকূপের ঘর থেকে ককটেল ও পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এগুলো উদ্ধার করা হয়।
নাচোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিকড়া গ্রামের একটি গভীর নলকূপের ঘর থেকে সকাল সোয়া ১০টার দিকে পরিত্যক্ত অবস্থায় ১২টি ককটেল ও ১০টি পেট্রলবোমা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ওই নলকূপের অপারেটর আব্দুল কুদ্দুস (৬৫)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এসএস/এমএস