ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিবগঞ্জ সীমান্ত থেকে ১৮ ককটেল উদ্ধার

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীরচর থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে রঘুনাথপুর বিজিবি ব্যাটালিয়নের একটি টহলদল অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আবুল এহসান দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শিবগঞ্জ উপজেলার সওড়াপাড়া পদ্মার চর সীমান্ত দিয়ে দুইজন দুষ্কৃতকারী পদ্মা নদী পার হওয়ার সময় বিজিবি তাদের ধাওয়া করে।

এ সময় তারা ককটেল ফাটিয়ে পদ্মা নদীতে ঝাঁপিয়ে পড়ে একটি বালতি নিয়ে পালিয়ে যায়। বিজিবি স্পিডবোটযোগে লক্ষ্মীরচরে গিয়ে একটি বালতি উদ্ধার করে। এ সময় ওই বালতি থেকে ১৮টি ককটেল উদ্ধার করে বিজিবি।

এ ঘটনার সঙ্গে শিবগঞ্জ উপজেলার গাইপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মো. হিরো (২৫) ও মো. আশরাফুলের ছেলে মো. তরিকুল (৩০) জড়িত রয়েছে বলে শনাক্ত করা হয়েছে বলে জানান বিজিবির সিও।

মোহাঃ আব্দুল্লাহ/এএম/পিআর

আরও পড়ুন