শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান কারাগারে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা কেরামত আলীকে বৃহস্পতিবার দুপুরে কারাগারে পাঠিয়েছেন আদালত।
তার বিরুদ্ধে থাকা একটি মামলায় জামিন আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট ‘খ’ অঞ্চলের বিচারক শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কেরামত আলীর আইনজীবী অ্যাডভোকেট মাসুদ রানা জানান, এর আগে উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিনে থাকা মামলায় জামিনের মেয়াদ শেষ হওয়ায় পুনরায় নিম্ন আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই মামলায় মাওলানা মোশাররফ হোসেন জিহাদি, নূহ আলম ও একরামুল হককে একই সঙ্গে কারাগারে পাঠানো হয় বলেও জানান তিনি।
মোহাঃ আব্দুল্লাহ/এএম/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ২ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৩ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৪ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’
- ৫ বিএনপি জোটের চূড়ান্ত প্রার্থী পার্থ, মনোনয়ন প্রত্যাহার গোলাম নবীর