নেত্রকোনায় ৬শ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
নেত্রকোনা পৌর শহরের সাতপাই এলাকা থেকে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে বাবা-ছেলেসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলেন, নেত্রকোনার নাগড়ার সুজিত সাহার ছেলে মাদক ব্যবসায়ী সঞ্জয় সাহা বাবু (৩৫), পূর্বধলা উপজেলার গোহালাকান্দার হযরত আলী (৫৬) ও তার ছেলে বিপ্লব (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের সাতপাই এলাকা থেকে ৬০০ পিস ইয়াবাসহ এই তিনজনকে আটক করে। মাদক ব্যবসায়ী বাবুর নামে আরো দুটি মাদকের মামলা রয়েছে বলে জানা যায়। পরে পুলিশ আটকদের আদালতে সোর্পদ করেছে।
কামাল হোসাইন/এসএস/এমএস