কলেজ ছাত্রীর ‘নিজের গলা কেটে আত্মহত্যা’
ফাইল ছবি
শরীয়তপুরের জাজিরা উপজেলায় হালিমা আক্তার (২০) নামে এক কলেজ ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের ছোট কৃষাণনগর গ্রামে এ ঘটনা ঘটে।
জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এনাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে নেয়া হবে। প্রাথমিকভাবে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে।’
হালিমা আক্তার ওই গ্রামের ক্বারী মোহাম্মদ মোবারক হোসেন মোল্লার মেয়ে ও মাদারীপুরের সিবচর উপজেলার ডা. নুরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবৎ হালিমা মানসিক রোগে আক্রান্ত ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরের পেছনের বারান্দায় ঘুমিয়ে পড়েন তিনি। শুক্রবার ভোর ৫টার দিকে হালিমা নিজের গলায় দা দিয়ে আঘাত করেন। পরে বাড়ির লোকজন শব্দ পেয়ে হাসপাতালে নেয়ার জন্য উঠনে আনলে হালিমার মৃত্যু হয়। স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
মো. ছগির হোসেন/এফএ/এমএস