নরসিংদীতে প্রশ্নপ্রত্র ফাঁস, শিক্ষকসহ ৪ জন জেলে
নরসিংদীর মাধবদীতে এসএসসি পরীক্ষায় প্রশ্নপ্রত্র পত্র ফাঁস ও নকল সরবরাহ করার সময় দুই শিক্ষকসহ ৪ জনকে এক মাসের বিনাশ্রম কারদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে নরসিংদীর মাধবদী এসপি ইনস্টিটিউটে পরীক্ষা চলাকালীন সময় প্রশ্নপত্র ফাঁস করে তার সমাধান করে নকল সরবরাহ করার সময় তাদের আটক করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন, মাধবদী এসপি ইনস্টিটিউটের বিজ্ঞান বিষয়ের শিক্ষিকা মেহেরুন নেসা, বাংলা বিষয়ের শিক্ষিকা ফরিদা ইয়াসমিন, সহকারী গ্রন্থাগারিক অঞ্জন দেবনাথ ও অভিবাবক মোখলেসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নিবার্হী অফিসার সেলিম রেজা এ রায় প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চলমান এসএসসি পরীক্ষায় এক শিক্ষার্থীকে নকল সরবরাহ করার জন্য হল থেকে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি উঠিয়ে নেয় এক শিক্ষক। পরে এসপি ইনিস্টিটিউটের শিক্ষিকা ফরিদা পারভিনের বাসায় বসে তিন শিক্ষক প্রশ্নপত্রের উত্তর লিখে নেন। উত্তর পত্র পরিক্ষার্থীর কাছে সরবরাহ করার জন্য তারা স্কুলে প্রবেশ করছিল। গোপন সংবাদের ভিত্তেতে বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আসলে তাদের কাছে ঘটনার সত্যতা জানতে চাওয়া হয়। ওই সময় তারা অস্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শিক্ষকদের চ্যালেঞ্জ করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রশ্নপত্রের কপি ও সমাধানের কপি জব্ধ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক দুই শিক্ষক, এক গ্রন্থাগারিক ও এক অভিভাবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদলতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশ্নপত্র ফাঁস ও নকল সরবরাহ করার অভিযোগে দুই শিক্ষকসহ ৪ জনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
সঞ্জিত সাহা/এমএএস/আরআইপি