ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খানসামায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮

দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় মো. রিবু (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার পাকেরহাট পানধোয়ার ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিবু উপজেলার গোয়ালডিহি গ্রামের আতিকুল কাজীর ছেলে এবং ইছামতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয় বাসিন্দা রকি জানান, মোটরসাইকেল যোগে উপজেলার ভুল্লার ডাঙ্গা থেকে রিবু ও তার প্রতিবেশী চাচা মিজানুর রহমান পাকেরহাট যাওয়ার পথে পাকেরহাট হতে রাণীরবন্দরগামী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিবু ঘটনাস্থলেই মারা যান এবং মিজানুর গুরুতর আহত হন।

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শামসুদ্দোহা জানান বলেন, মাথায় আঘাতজনিত কারণে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় রিবু ঘটনাস্থলেই মারা গেছেন।

এমদাদুল হক মিলন/আরএআর/জেআইএম

আরও পড়ুন