ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আবারও পেছাল বগুড়া জেলা ছাত্রলীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৬:২৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮

দুই দফা তারিখ দিয়েও বগুড়ায় সম্মেলন করতে পারলো না ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। ১১ ফেব্রুয়ারির নির্ধারিত তারিখও পরিবর্তন করা হয়েছে জেলার যথাযথ প্রস্তুুতি না থাকার কারণে। মেয়াদের ২ বছর পরও জেলা ছাত্রলীগের অজুহাত হলো কেন্দ্র হুট করেই সম্মেলনের তারিখ দিয়েছে। রাজনৈতিক অস্থিরতার সময় তারা ভেন্যু ঠিক করতে পারেনি। এই অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নেয়া কঠিন।

রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা বলেন, আমরা কেন্দ্র থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম ১১ ফেব্রুয়ারিতেই সম্মেলন করার। কিন্তুু নানা অজুহাতে বগুড়ার নেতাদের আশানুরুপ সহযোগিতা ছিল না। এখন কেন্দ্রের নেতারা হুট করে জেলায় গিয়ে কর্মীসভার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা দিতে পারে।

জানা গেছে, বগুড়া জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে ২ বছর আগে। নতুন সম্মেলনের তারিখ ঘোষণা হয়েছে এক মাস আগে। প্রথম ঘোষিত তারিখ ছিল ৪ ফেব্রুয়ারি। প্রস্তুতি না থাকায় সেই তারিখ পরিবর্তন হয়ে ১১ ফেব্রুয়ারি নতুন তারিখ জানানো হয় কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে। সেই তারিখ অনুসারে রোববার জেলা ছাত্রলীগের সম্মেলন হবার কথা। কিন্তুু শনিবার রাত পর্যন্ত সম্মেলনের জন্য প্রস্তুত নয় জেলা কমিটি। দলের মধ্যেই এই বিষয়টি নিয়ে চলছে আলোচনা সমালোচনা। শেষে কেন্দ্রের সব প্রস্তুতি সত্ত্বেও রাত ১২টার পর বগুড়া আসার সিদ্ধান্ত বাতিল করা হয়।

এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান জনি বলেছেন, বগুড়া ছাত্রলীগের নেতারা বিভিন্ন যুক্তি দেখাচ্ছে সম্মেলনের তারিখ পরিবর্তনের। কিন্তুু কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে প্রোগ্রাম নির্দিষ্ট সময়েই ছিল। শেষ মুহূর্তে সেটি বাতিল করতে হয়।

জেলা ছাত্রলীগের বর্তমান কমিটি নিয়ে অনেক আগে থেকে প্রশ্ন উঠলেও মেয়াদ শেষ হওয়ার পরে দুই বছর ধরে তারাই আছেন। এ কারণে দলের সাধারণ নেতাকর্মীরা জরুরিভাবে বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুনদের হাতে নেতৃত্ব ছেড়ে দেয়ার দাবি জানিয়ে আসছেন।

লিমন বাসার/এমএএস/আরআইপি

আরও পড়ুন