ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বক্তব্য দেয়া নিয়ে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পণ্ড হয়ে যায় বিএনপির কর্মসূচি।

রোববার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে বিবাদমান বিএনপির দুই গ্রুপের মধ্যে এ হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক মোমিনুল হক জানান, বিকেলে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাশেদুজ্জামান/এএম/আরআইপি

আরও পড়ুন