ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টংগীবাড়িতে গণপিটুনিতে ডাকাত নিহত

জেলা প্রতিনিধি | মুন্সীগঞ্জ | প্রকাশিত: ১২:২৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলায় ডাকাতির সময় স্থানীয়দের গণপিটুনিতে বাবুল হোসেন বাবু (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছেন।

টংগীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জাগো নিউজকে জানান, একদল ডাকাত ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় বাবুল জনতার হাতে ধরা পড়ে। গণপিটুনির পর বাবুলকে টংগীবাড়ির স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সোমবার সকাল ৯টার দিকে সে মারা যায়।

এর আগে রোববার রাত ৩টার দিকে উপজেলার ধিপুর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ গণপিটুনির ঘটনা ঘটে। বাবু ঢাকার পোস্তগোলা এলাকার শাহজাহানের ছেলে।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/জেআইএম

আরও পড়ুন