বন্ধুকে অপহরণের পর হত্যার চেষ্টা : গ্রেফতার ৩
পঞ্চগড়ের আটোয়ারীতে বন্ধুকে অপহরণের পর হত্যা চেষ্টার অভিযোগে তিন বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। আটোয়ারী উপজেলার বিএম কলেজে পাশের একটি লিচুবাগান থেকে সোমবার বিকালে স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর কচুবাড়ি গ্রামের হরিপদ সেনের ছেলে রিংকু সেন (২০), একই এলাকার মনোরঞ্জন শর্মার ছেলে পলাশ শর্মা (২০) এবং ছোটদাপ গ্রামের আব্দুল হাসানের ছেলে নয়ন (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া মহল্লার সালাহ উদ্দিনের ছেলে শাহনেওয়াজ অনু (২০) তার বন্ধু রিংকু সেন ও পলাশ শর্মার সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে মোটরসাইকেল যোগে পাশের উপজেলা সদর পঞ্চগড়ের আটোয়ারীতে আসেন। এ সময় পলাশের পূর্ব পরিচিত এবং স্থানীয় বন্ধু নয়নকে সঙ্গে নেয় পলাশ। তারা বিএম কলেজের পাশে একটি লিচু বাগানের ভিতরে ঢুকে।
এরপরই অজ্ঞাত কারণে রিংকু, পলাশ ও নয়ন জোর করে অনুকে হাটু গেড়ে বসিয়ে রাখেন। একপর্যায়ে তিন বন্ধু মিলে অনুর মোটরসাইকেলের চাবি, মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেয়। তারা অনুকে প্যান্টের বেল্ট দিয়ে বেঁধে ও গলা চেপে ধরে বেদম মারপিট শুরু করেন। এ সময় অনুর চিৎকারে পথচারী রফিকুল মেম্বারসহ কয়েকজন লিচু বাগানের ভেতর থেকে তাকে উদ্ধার করেন।
এরপর তারা তাদের আটক করে। তবে নয়ন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। এ ঘটনায় বল প্রয়োগ না করে কৌশলে অপহরণের পর স্থানীয় বখাটে যুবক নয়নের সহযোগিতায় মোটরসাইকেল এবং নগদ টাকা ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল এবং স্থানীয়রা এগিয়ে না এলে বড় ধরণের দুর্ঘটনা হতো বলে জানায় পুলিশ।
আটোয়ারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় যুবক নয়নের সহযোগিতায় অন্য বন্ধুরা অনুকে কৌশলে অপহরণ করে। পরে অপহরণকারী বন্ধুরা তাকে গাছে বেঁধে ব্যাপক মারপিট করে। এ ঘটনায় মামলা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সফিকুল আলম/এআরএ/এমআরআই