ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ত্রিপুরায় নির্বাচন, আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

ভারতের ত্রিপুরা রাজ্যসভার নির্বাচন উপলক্ষে দুই দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে।

ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে শনিবার ও রোববার সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকার কথা জানিয়েছেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

তিনি জাগো নিউজকে জানান, আগামী রোববার (১৮ ফেব্রুয়ারি) ত্রিপুরা রাজ্যসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য সেখানকার ব্যবসায়ীরা শনিবার ও রোববার পণ্য আমদানি বন্ধ রাখারার কথা জানিয়েছে আমাদেরকে। এর ফলে এ দু'দিন বন্দরে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হবে। তবে সোমবার থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।

এদিকে, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দু’দেশের পাসপোর্টধারী বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসই) আতিকুল ইসলাম জাগো নিউজকে জানান, ত্রিপুরার নির্বাচন উপলক্ষে যাত্রী পারাপার বন্ধ রাখার কোনো নির্দেশনা এখন পর্যন্ত আমরা পাইনি। তাই যাত্রী পারাবার কার্যক্রম স্বাভাবিকই থাকবে।

উলে­খ্য, প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি অঙ্গরাজ্যে মাছ, পাথর, প্লাস্টিক ও সিমেন্টসহ অর্ধশতাধিক পণ্য রফতানি করা হয়।

আজিজুল সঞ্চয়/এমএএস/পিআর

আরও পড়ুন