ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাকফুল নিয়ে বাক-বিতণ্ডা : প্রাণ গেলো কনের বাবার

প্রকাশিত: ০৫:৫৭ এএম, ২২ জুলাই ২০১৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতায় কনেকে নাকফুলের বদলে টাকা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বরের বাবার লাঠির আঘাতে প্রাণ গেলো  কনের বাবা ফয়জার রহমান ভুট্টুর (৪০) । রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান তিনি। ভুট্টু মিয়া উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জাগো নিউজকে জানান,  এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি আরো বলেন, ছেলে পক্ষ-মেয়ে পক্ষ নিকট আত্মীয়। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাখালবুরুজ গ্রামের আফছার আলীর ছেলে শাহিন মিয়ার সঙ্গে ভুট্টু মিয়ার মেয়ে শাহীনুর খাতুনের বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতা (এনগেজমেন্ট) চলছিল। এসময় মেয়ে পক্ষ ছেলেকে আংটি পড়িয়ে দিলেও ছেলে পক্ষ মেয়েকে নাকফুলের বদলে টাকা দেয়।

এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে বিয়ে বাতিল বলে ঘোষণা দেন কনের বাবা ভুট্টু মিয়া। এসময় বরের বাবা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে সজোরে  কনের বাবার মাথায় আঘাত করেন। তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা ভুট্টু মিয়াকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান তিনি।

অমিত দাশ/এসএস/এমএস