ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর নামফলক ভাঙচুর

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ১১:৪৬ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ায় একটি মাদরাসার ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য নির্মিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামফলক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত মধ্যরাতে জেলা শহরের কান্দিপাড়াস্থ জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের (রহ.) নামে নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য তৈরি করা ফলকটি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এ নিয়ে মাদরাসার ছাত্র-শিক্ষকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বিকেলে ওই ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদরাসায় যান স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেখানে মন্ত্রী ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের (রহ.) কবর জিয়ারত করে মাদরাসার দফতরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। তবে স্থানীয় সংসদ সদস্যের আপত্তিতে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন না করেই জেলা ঈদগাহ্ মাঠে আয়োজিত জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদরাসার ১০৫ তম ইসলামী মহাসম্মেলনে যোগ দেন।

জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদরাসার অধ্যক্ষ মুফ্তি মুবারকুল্লাহ্ সাংবাদিকদের বলেন, কে বা কারা এমপি সাহেবের কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন যে- ছাত্রাবাসের ভূমি নিয়ে বিরোধ রয়েছে। এমপি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন ভিত্তিপ্রস্তর স্থাপন না করতে। পরে মন্ত্রী বলেছেন ওই বিরোধ নিষ্পত্তি করার পরই তিনি হেলিকপ্টারে এসে ভিত্তিপ্রস্তর স্থাপন করে যাবেন। তবে আমরা মন্ত্রীকে বলেছি এই জায়গা আমাদের। কাগজপত্র সবকিছুই মন্ত্রীকে দেখিয়েছি।

তিনি বলেন, আমরা নামফলক বসিয়েছিলাম। কে বা কারা সেটি ভেঙে ফেলেছে। ঘটনার তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।

আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস

আরও পড়ুন