ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মৃত্যুর কাছে হেরে গেল বৈশাখী

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৬:২০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

অবশেষে মৃত্যুর কাছে হেরে গেল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী বৈশাখী আক্তার (১৭)।

রোববার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে আদিতমারী উপজেলার তালুক পলাশী এলাকার সাবেক ইউপি সদস্য তোফাজ্জাল হোসেনের মেয়ে। নিহত বৈশাখী জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে পরীক্ষা কেন্দ্র মামার সঙ্গে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে কাকিনা রেল ক্রসিং এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দিলে বৈশাখী ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। সে উপজেলার তুষভাণ্ডারের আর এম পি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে।

এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, পরীক্ষার্থী বৈশাখী আক্তার চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

রবিউল হাসান/এএম/আরআইপি

আরও পড়ুন