ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কলম আনার কথা বলে এসএসসি পরীক্ষার্থী উধাও

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা দিতে এসে শারমিন আক্তার (১৫) নামে এক পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা মো. মুছন মিয়া কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।

কমলগঞ্জ থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের সিএনজিচালক মো. মুছন মিয়ার মেয়ে শারমিন আক্তার (১৫) কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

রোববার সকালে পরীক্ষা দেয়ার কথা বলে বাড়ি থেকে স্কুলে যায় সে। কমলগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে ঢুকে কিছুক্ষণ পর বান্ধবীদের কলম আনার কথা বলে বের হয়ে যায়। এরপর আর কেন্দ্রে যায়নি।

বিষয়টি নিশ্চিত করে স্কুলের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব বলেন, পরীক্ষায় অংশগ্রহণ না করায় ছাত্রীর বাবাকে মোবাইলে বিষয়টি জানাই। মেয়ের বাবা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে কমলগঞ্জ থানায় জিডি করেন।

কমলগঞ্জ থানা পুলিশের ওসি মো. মোকতাদির হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এএম/আরআইপি

আরও পড়ুন