ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ৭ লাখ ভারতীয় জাল রুপিসহ আটক ২

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৮:৪১ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া গ্রামে অভিযান চালিয়ে ৭ লাখ ৮ হাজার ভারতীয় জাল রুপিসহ দুই ভাইকে আটক করেছে র‌্যাব। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাাদের আটক করা হয়।

আটকরা হলেন- শিবগঞ্জ উপজেলার হাউসনগর গ্রামের মৃত মাইনুল ইসলামের ছেলে মো. উজ্জল (২৮) ও মো. সুজাল (২৪)।

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া গ্রামের একটি আম বাগানে অভিযান চালিয়ে ৭ লাখ ৮ হাজার ভারতীয় জাল রুপিসহ ওই দুইজনকে আটক করে র‌্যাব। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/জেআইএম

আরও পড়ুন