চাঁপাইনবাবগঞ্জে ৭ লাখ ভারতীয় জাল রুপিসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া গ্রামে অভিযান চালিয়ে ৭ লাখ ৮ হাজার ভারতীয় জাল রুপিসহ দুই ভাইকে আটক করেছে র্যাব। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাাদের আটক করা হয়।
আটকরা হলেন- শিবগঞ্জ উপজেলার হাউসনগর গ্রামের মৃত মাইনুল ইসলামের ছেলে মো. উজ্জল (২৮) ও মো. সুজাল (২৪)।
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া গ্রামের একটি আম বাগানে অভিযান চালিয়ে ৭ লাখ ৮ হাজার ভারতীয় জাল রুপিসহ ওই দুইজনকে আটক করে র্যাব। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোহা. আব্দুল্লাহ/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ২ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৩ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৪ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’
- ৫ বিএনপি জোটের চূড়ান্ত প্রার্থী পার্থ, মনোনয়ন প্রত্যাহার গোলাম নবীর