নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, আহত ২৫
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা নিজপাড়া ইউনিয়নের বীরগঞ্জ-দেবীগঞ্জ সড়কের প্রেমবাজারে এ দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানা পুলিশের এসআই মো. মশিউর রহমান জানান, চালক নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত নিহত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মাহামুদুল হাসান পলাশ বলেন, আহত যাত্রীদের আমরা চিকিৎসা দিয়েছি। এদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
এমদাদুল হক মিলন/এএম/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রামুতে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্ডকে গুলি করে হত্যা
- ২ প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ভিডিও ভাইরাল
- ৩ তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল
- ৪ ইঞ্জিন বিকলে ৬ ঘণ্টা পর সচল মেঘনা এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা
- ৫ ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫