রাজশাহীতে ফাঁস দিয়ে অটোচালকের আত্মহত্যা
রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় গলায় ফাঁস দিয়ে নূর ইসলাম কালু (৩২) নামে এক অটোচালক আত্মহত্যা করেছেন। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দীর্ঘ দিন ধরে কালু পেট ব্যাথাসহ নানা অসুখে ভুগছিলেন। আর্থিক অনটনের কারণে তিনি ঠিকভবে নিজের চিকিৎসাও করতে পারছিলেনা। হতাশাগ্রস্থ হয়ে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা সম্ভব হবে বলে জানান ওই কর্মকর্তা।
শাহরিয়ার অনতু/এআরএ/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ২ ভেকু দিয়ে নির্মাণাধীন রাস্তা কাটলেন আওয়ামী লীগ নেতা
- ৩ মা হলো ধর্ষণের শিকার কিশোরী, তিন মাসেও আসামিকে ধরতে ব্যর্থ পুলিশ
- ৪ সুদের টাকা আদায়ে ব্যবসায়ীর নামে আওয়ামী লীগ নেতার ১৯ মামলা
- ৫ নিজ বাড়িতে ‘যৌনকর্মীদের’ আশ্রয়, জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার