ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য আটক

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৮

সাতক্ষীরায় পুলিশের অভিযানে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৫০ রাউন্ড পিস্তলের গুলি।

সোমবার রাতে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে সদর উপজেলার ভাদড়া গ্রামের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

তারা হলেন- সদর উপজেলার ভাদড়া গ্রামের মৃত হামিদুন্নবীর ছেলে জাহাঙ্গীর আলম বাবলু (৪০) ওরফে আক্তার ওরফে সাদ এবং একই এলাকার আবুল খায়ের ঢালীর ছেলে আশরাফুল ইসলাম ঢালী (২৫)।

সাতক্ষীরার পুলিশ সুপার সাজাদ্দুর রহমান মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আশরাফুলের বাড়ির রান্নাঘরের পাশ থেকে ৫০ রাউন্ড পিস্তলের গুলি ও তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর সদস্য জাহাঙ্গীর আলম বাবলুকে আটক করা হয়।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

আকরামুল ইসলাম/এএম/পিআর

আরও পড়ুন