ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভুয়া পরীক্ষার্থীকে সহযোগিতা, অফিস সহকারীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৫:৪০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৮

নওগাঁর আত্রাইয়ে ভুয়া এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে পালিয়ে যেতে সহযোগিতা করায় অফিস সহকারী সিরাজুল ইসলামকে ১৫দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান।

সিরাজুল ইসলাম উপজেলার চকশিমলা দাখিল মাদরাসার অফিস সহকারী এবং ওই এলাকার ফজলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার ‘দলিল লেখক মাদরাসা’ চলতি এসএসসি পরীক্ষার কেন্দ্র। ওই কেন্দ্র থেকে একজন ভুয়া পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে বলে থানা পুলিশকে অবগত করা হয়। মঙ্গলবার ছিল ওই কেন্দ্রে ইসলামের ইতিহাস পরীক্ষা। বেলা সাড়ে ১১টার দিকে থানা পুলিশ পরীক্ষা কেন্দ্রে অভিযান পরিচালনা করে। কেন্দ্রের ৭নম্বর কক্ষে উপজেলার চাপড়া দাখিল মাদরাসা থেকে ওই ভুয়া পরীক্ষার্থী অংশ নেয়। আর এ বিষয়টি সিরাজুল ইসলাম আগ থেকেই জানতেন। পুলিশ আসার পর ভুয়া পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে তিনি পালিয়ে যেতে সহযোগিতা করেন।

ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় পুলিশ সিরাজুল ইসলামকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান তাকে ১৫দিনের কারাদণ্ড দেন।

কেন্দ্র সচিব অধ্যক্ষ জাজিরা রহমান বলেন, অফিস সহকারী সিরাজুল ইসলাম পরীক্ষা কেন্দ্রের অন্য একটি কক্ষের দায়িত্বে ছিলেন। কেন্দ্রে পুলিশ এসে ভুয়া পরীক্ষার্থীর রোল নাম্বার ধরে ডাকছিলেন। আর এ সুযোগে সিরাজুল ইসলাম ওই কক্ষে এসে তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেন। তবে ওই ভুয়া পরীক্ষার্থীর নাম জানা যায়নি।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, আদালতের মাধ্যমে সিরাজুল ইসলামকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

আব্বাস আলী/আরএআর/আরআইপি

আরও পড়ুন