ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছুটিতে বাড়ি যাওয়া হলো না সানির

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০১:০৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৮

গাজীপুরের শ্রীপুরের কাভার্ডভ্যানের চাপায় মতিউর রহমান সানি (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার মোহা সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মতিউর রহমান সানি ময়মনসিংহ জেলার পাগলা থানার পাতলাশি গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার পন্ডিত জানান, নিহত মতিউর রহমান ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আজ ছুটি থাকায় তিনি ঢাকা থেকে মোটরসাইকেল যোগে তার গ্রামের বাড়ি ময়মনসিংহে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের মাওনা চৌরাস্তায় মোহা সিএনজি ফিলিং স্টেশনের সামনে উল্টোপথে আসা একটি রিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় ময়মনসিংহ গামী একটি কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

আরও পড়ুন