গাজীপুরের ৩ ইউপিতে নির্বাচন ২৯ মার্চ
গাজীপুর সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে। গাজীপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আশরাফুল আলম বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী- গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড়, মির্জাপুর ও পিরুজালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১ মার্চ। মনোনয়নপত্র বাছাই করা হবে ৪ ও ৫ মার্চ। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মার্চ।
নির্বাচন কমিশন সূত্র জানায়, মির্জাপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৭৫৮জন। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ৯০৫ ও নারী ১৩ হাজার ৮৫৩ জন। ভাওয়াল গড় ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪৮ হাজার ২২৮ জন এর মধ্য পুরুষ ২৪ ৩৪৯ ও নারী ২৩ হাজার ৮৭৯ জন এবং পিরুজালী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৬২০ জনের মধ্যে পুরুষ ৬ হাজার ৯৮৯ জন ও নারী ৭ হাজার ৬৩১ জন।
আমিনুল ইসলাম/আরএআর/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ২ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৩ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ৪ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৫ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক