ময়মনসিংহে বাস খাদে পড়ে নিহত ৩
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।
আহতদের মধ্যে ১৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা ঈশ্বরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চর হোসেনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের ভৈরব যাচ্ছিল। পথে চর হোসেনপুর নামকস্থানে একটি সাইকেলকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাইকেল আরোহী নিহত হন। এছাড়া বাসযাত্রী দুই নারী ঈশ্বরগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর মারা যান।
এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি