চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া থেকে ৫০০ গ্রাম গান পাউডারসহ মোস্তফা জামাল নামে জেএমবির এক সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার ভোরে তাকে আটক করা হয়।
আটক মোস্তফা জামাল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর মহল্লার ইয়াসিন আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই গোলাম রসুল জানান, জেএমবি সদস্যরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বারঘোরিয়া স্লুইসগেট এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় অন্যরা পালিয়ে গেলেও মোস্তফা জামালকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মোস্তফা জামালের বিরুদ্ধে শিবগঞ্জ ও নাচোল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ওই দুটি মামলায় তিনি টানা ৯ মাস কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে মুক্ত হয়েছিলেন। মুক্ত হওয়ার পর আবারও সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিলেন।
মোহা. আব্দুল্লাহ/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’