ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আশুগঞ্জে ইউএনও’র বদলির প্রতিবাদে বিক্ষোভ

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল কায়সারের বদলির প্রতিবাদে ও তাকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

রোবাবর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বরে এ কর্মসূচি পালিত হয়। এছাড়া বিক্ষুব্ধরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

সচেতন এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয়- আশুগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ, জাগ্রত আশুগঞ্জবাসী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, জাদুর শহর আশুগঞ্জ, আশুগঞ্জ উদ্যোক্তা ফোরামসহ বেশ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণিপেশার মানুষ।

এ সময় বক্তব্য রাখেন- আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, জাগ্রত আশুগঞ্জবাসীর সদস্য সচিব ঈসা খান ও আশুগঞ্জ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মো. মোবারক আলী চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন- একটি কুচক্রি মহলের ঈর্ষার শিকার হয়েছেন ইউএনও আমিরুল কায়সার। অবিলম্বে তার বদলির আদেশ প্রত্যাহার না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

পরে বিক্ষুব্ধরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এর ফলে মহাসড়কের যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, সরকারি জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে প্রভাবশীদের রোষানলে পড়েন আশুগঞ্জের ইউএনও আমিরুল কায়সার।

এরই ধারাবাহিকতায় একটি ‘মিথ্যা’ অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোমিনুর রশিদ আমিন স্বাক্ষরিত এক আদেশে ইউএনও আমিরুল কায়সারকে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বদলি করা হয়েছে।

এ নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই ইউএনও’র বদলির আদেশকে প্রভাবশালীদের কাছে পরাজয় হিসেবে মন্তব্য করেছেন।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম

আরও পড়ুন