ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে দখলের কবলে সুতাং নদী

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ১১:৫১ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

দখলের কবলে পড়েছে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং নদী। এছাড়া অবৈধভাবে পাড়সহ নদী দখল করে স্থাপনা গড়ে তোলার প্রতিযোগিতায় প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে এক সময়ের খরস্রোতা এই নদী। এ অবস্থায় সমান্য বৃষ্টিতে নদীর আশপাশের বিস্তৃত এলাকা পানিতে নিমজ্জিত হয়ে ভয়াবহ জলাবদ্ধার সৃষ্টি হচ্ছে। ফলে চরম ভোগান্তিতে পড়ছেন জনসাধারণ।

ড্রেজিং না করার কারণে ক্রমশ নাব্যতা হ্রাস পাচ্ছে নদীটির। পাশাপাশি নদী ভরাট হয়ে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণির ভূমিদস্যু নদীর জায়গা জুড়ে গড়ে তুলছে নানা স্থাপনা। পরিবেশবিদদের আশঙ্কা, দখল প্রতিরোধে এখনই ব্যবস্থা না নিলে বিলীন হয়ে যাবে সুতাং নদীর অস্তিত্ব।

দেখা গেছে, সুতাং বাজার সংলগ্ন নদী তীরের ভূমির অধিকাংশ দখল হয়ে গেছে। ইতোমধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নে অবস্থিত সুতাং নদী তীরের অধিকাংশ স্থান অবৈধ দখলদারদের কবলে চলে গেছে। এছাড়া পলি পড়ে নদী ভরাট হচ্ছে। ফলে নদীর গভীরতাও দিন দিন হ্রাস পাচ্ছে। এতে পরিবেশ ধ্বংসের পাশাপাশি কমে যাচ্ছে মৎস্য সম্পদ। ব্যাহত হচ্ছে নৌ-চলাচল।

Sutang-pic

জানা যায়, বিভিন্ন সময় অবৈধ দখলদারদের চিহ্নিত করা হলেও তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

স্থানীয়রা জানান, সুতাং নদী সংলগ্ন এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিরা অর্থের জোরে নদী ভরাট, নদী দখল করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া বলেন, আমিও চাই সুতাং নদী দখলমুক্ত হোক এবং নদীর পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হোক।

কামরুজ্জামান আল রিয়াদ/এফএ/জেআইএম

আরও পড়ুন