ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মো. শহিদুল ইসলাম (৪৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত শহিদুল ইসলাম নীলফামারীর কিশোরগঞ্জ থানার মিতাইডাঙ্গার পাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি নারী নির্যাতন মামলার আসামি ছিলেন।

কাশিমপুর কারাগার পার্ট-১ এর জেলার মো. আনোয়ার হোসেন জানান, সোমবার সকালে হাজতি শহিদুল ইসলাম হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। প্রথমে কারা হাসপাতালে ও পরে তাকে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি নারী নির্যাতন মামলায় ২০১৬ সালের ২৩ অক্টোবর শহিদুল ইসলাম গ্রেফতার হয়ে কারাগারে আসেন। ২০১৬ সালের ২৬ নভেম্বর তাকে কাশিমপুর কারাগার পার্ট-১ এ আনা হয়।

মোঃ আমিনুল ইসলাম/এএম/এমএস

আরও পড়ুন