ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়া-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ১০:১১ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

বগুড়া-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বগুড়া মোটর মালিক গ্রুপ ও নওগাঁ মোটর শ্রমিক সমিতির নেতাদের দ্বন্দ্বের জের ধরে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে শহরের ঢাকাগামী যাত্রীবাহী বাসের কাউন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়।

বগুড়া জেলা মোটরমালিক গ্রুপের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম জানান, পূর্বের দ্বন্দ্বের জের ধরে পাঁচ দিন ধরে বগুড়ার বাস মালিকদের ১৫টি বাস আটকে রেখেছেন নওগাঁ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে দু'পক্ষের মধ্যে আলোচনা চলছিল। বিষয়টি নিয়ে সোমবার দুপুরেও রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ বগুড়া শহরের একটি রেস্টুরেন্টে জরুরি সভা করে। সভায় শান্তিপূর্ণ সমঝোতার ব্যাপারে সিদ্ধান্ত হলেও বিকেলে নওগাঁর শ্রমিক নেতারা ঢাকায় বগুড়ার বাস মালিকদের টিকিট কাউন্টার বন্ধ করে দেন। এর প্রতিবাদে রাতেই বগুড়া থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ করে দেন বগুড়ার মালিকরা।

ওই ঘটনার পর বন্ধ করে দেওয়া হয় শহরের চারমাথায় কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঠনঠনিয়ায় ঢাকা বাস টার্মিনাল ও সাতমাথায় থাকা সব বাসের টিকিট কাউন্টারগুলো।

এফএ/জেআইএম

আরও পড়ুন