‘জাতিসংঘে বাংলা চাই’ গাজীপুরে ক্যাম্পেইন উদ্বোধন
‘জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা’ এ দাবিতে এবং ‘জাতিসংঘে বাংলা চাই’ স্লােগানে গাজীপুরে বর্ণাঢ্য র্যালি ও অনলাইন ভোটিং ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর কলেজপাড়ায় অবস্থিত ভাষা শহীদ কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কয়েকশ শিক্ষার্থীর অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি ও অনলাইন ভোটিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুকুল কুমার মল্লিক।
দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপের সহযোগিতায় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এর আয়োজনে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর প্রেস ক্লবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ মুজিবুর রহমান, ভাষা শহীদ কলেজের সভাপতি ও কালেরকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার শরীফ আহমেদ শামীম।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মুকুল কুমার মল্লিক বলেন, ‘জাতিসংঘে বাংলা চাই’ দাবিতে জাগো নিউজ যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে অনলাইনে ভোটিং কার্যক্রমে অংশগ্রহণের জন্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ সব মহলের প্রতি তিনি আহ্বান জানান।
তিনি আরও বলেন, ১৯৫২ সালে মাতৃভাষার দাবি অর্জিত হলেও এবং আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার ১৯ বছর পেরিয়ে গেলেও এখনও বাংলা ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্থান পায়নি। তাই ‘জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হবে বাংলা’ এ দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন। এ দাবি বাস্তবায়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি মুজিবুর রহমান বলেন, বিশ্বের ৩০ কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বললেও এ ভাষা এখনও জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি না পাওয়ার বিষয়টি দুঃখজনক। এ ব্যাপারে বাংলা ভাষাভাষী সবাইকে অনলাইনে ভোটিং কার্যক্রমে অংশ নেয়াসহ সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
ভাষা শহীদ কলেজের সভাপতি শরীফ আহমেদ শামীম বলেন, ১৯৫২ সালে রক্ত দিয়ে বাঙালির ভাষার দাবি প্রতিষ্ঠিত হয়েছে। বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষার জন্য ভোট দিচ্ছি। দেশপ্রেমে নিবেদিত হয়ে এমন একটি উদ্যোগের জন্য জাগো নিউজ ও প্রাণ গ্রুপকে অভিনন্দন। ভাষার আন্দোলন, আত্মত্যাগের ইতিহাস একমাত্র বাংলাদেশেরই। তাই বাংলাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠার এ আয়োজন অনন্য দৃষ্টান্ত।

জাগো নিউজের গাজীপুর জেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে ভাষা শহীদ কলেজের শতাধিক শিক্ষার্থী ‘জাতিসংঘে বাংলা চাই’ দাবির পক্ষে স্লােগান দেয় ও বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ উপলক্ষে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ‘জাতিসংঘে বাংলা চাই’ দাবি সম্বলিত পোস্টার লাগানো হয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/পিআর