ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রী ও মেয়ের কান্নায় প্রতিবেশীর চোখে জল

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ১২:১৪ পিএম, ০১ মার্চ ২০১৮

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে মাইন বিস্ফোরণে নিহত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর বাংলাদেশি সেনা সদস্য আবুল কালামের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। আবুল কালামের স্ত্রী ও দুই মেয়ের কান্নায় প্রতিবেশীরাও কাঁদছে।

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার কালাম পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের উত্তর কলারদোয়ানিয়া গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে।

কালামসহ চার বাংলাদেশির মৃত্যুর খবর বুধবার রাতে কলারদোয়ানিয়ায় পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া। কালামের স্ত্রী ও দুই মেয়ের কান্নায় ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মিনুসমা জানিয়েছে, বুধবার মালির মোপ্তি এলাকার বনি ও দোয়েন্তজা শহরের সংযোগ সড়ক দিয়ে শান্তিরক্ষীরা গাড়িতে করে যাওয়ার পথে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। রাস্তায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে চার বাংলাদেশি সেনা সদস্য নিহত হন। আরও চার বাংলাদেশি আহত হন।

নিহত বাকি তিনজন হলেন- সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল আকতার, ময়মনসিংহ (৯ ফিল্ড রেজি. আর্টি.); সৈনিক রায়হান, পাবনা (৩২ ইবি) এবং সৈনিক (পাচক) জামাল, চাপাইনবাবগঞ্জ (৩২ ইবি)।

এএম/আরআইপি

আরও পড়ুন