ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রেলের তেল চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, গ্রেফতার ২

ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০১ মার্চ ২০১৮

ঈশ্বরদী জংশন স্টেশনের লোকোশেড থেকে রেলের তেল চুরি কোনোভাবেই বন্ধ হচ্ছে না। এই তেল চুরিকে কেন্দ্র করে প্রতিবছরই একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। প্রশাসন কয়েকদিন ধরপাকড় করে, আবার আগের নিয়মে চলে তেল চুরি।

বুধবার গভীর রাতে তেলচোর চক্রের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। এতে দুইজন আহত হয়। পরে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তেলের ব্যবসায়ী জামাল ও তার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সুমন গ্রুপের ওপর হামলা চালায়। এতে সুমনসহ দুইজন জখম হয়। এই হামলার উদ্দেশ্য এলাকায় আধিপত্য বিস্তার করা। এ সময় তারা কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে এলাকায় ত্রাসের সৃষ্টি করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সারারাত অভিযান চালিয়ে জামাল ও তার ভাই কামালকে গ্রেফতার করে।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমউদ্দিন জানান, অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে। গ্রেফতারদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

আলাউদ্দিন আহমেদ/এএম/আরআইপি