গাজীপুরে হাজতির মৃত্যু
ছবি-ফাইল
গাজীপুরে রবিউল (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
রবিউল কুমিল্লা জেলার মেঘনা থানাধীন মাইনকারচর এলাকার আবুল খায়েরের ছেলে। তিনি মাদকের মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর ডেপুটি জেলার মো. মাসুদ হোসেন জানান, ঢাকার খিলগাঁও থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার আসামি রবিউল টিবি রোগে আক্রান্ত ছিলেন। বুধবার রাতে হঠৎ তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে রাত সোয়া ২টার দিকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোর পৌনে ৪টার দিকে তিনি মারা যান। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল মর্গে মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম