চাঁদপুরে ১২৫ ফুট দৈর্ঘ্যের জাতীয় পতাকা
চাঁদপুরে ১২৫ ফুট দৈর্ঘ্য এবং ৭৫ ফুট প্রস্থের জাতীয় পতাকা তৈরি করেছেন এক ফ্রান্স প্রবাসী। পতাকাটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর জন্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর কাছে হস্তান্তর করেছেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানকিভাবে এ পতাকা হস্তান্তর করেন সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি গ্রামের ফ্রান্স প্রবাসী আলী নাজির। একই সময় তিনি স্বাধীনতার মাস উপলক্ষে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে এক হাজার ৫০টি জাতীয় পতাকা বিতরণ করেন।
ফ্রান্স প্রবাসী আলী নাজির জানান, দেশের প্রতি ভালোবাসা ও বঙ্গবন্ধুর আদর্শের প্রতি সম্মান জানিয়ে এ উদ্যোগ গ্রহণ করেন তিনি। ২০১৭ সালের ৩ অক্টোবর তিনি দেশে আসেন। চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে স্থানীয় একজন দর্জির কাছে দীর্ঘ এ পতাকাসহ বাকি পতাকাগুলো দুই মাস সময় নিয়ে তৈরি করেন।
ইকরাম চৌধুরী/আরএআর/জেআইএম