ভৈরবে কয়েল কারখানায় আগুন
কিশোরগঞ্জের ভৈরবে কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার দয়াল ট্রেডিং অ্যান্ড কেমিকেল ওয়ার্কস নামে একটি কয়েল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কারখানা সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে কারখানার একটি গুদাম থেকে আগুনের শিখা দেখা যায়। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আধাঘণ্টা পর ভৈরব ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার মালিক মো. কানু মিয়া বলেন, কারখানায় প্রায় ১৫ লাখ টাকার তৈরি কয়েল ছিল। এগুলো পুরোপুরি পুড়ে গেছে। আরও কয়েক লাখ টাকার কাঁচামাল পুড়েছে। ঘরও পুড়ে গেছে। সবমিলিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভৈরব ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আসাদুজ্জামান ফারুক/আরএআর/এমএস