রাজবাড়ীতে পুকুর থেকে মরদেহ উদ্ধার
ফাইল ছবি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের একটি পুকুর থেকে জলিল মোল্লা (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ইউনিয়নের রাজধরপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জলিল মোল্লা ওই ইউনিয়নের রাজধরপুর এলাকার মৃত আজিজ মোল্লার ছেলে।
বালিয়কান্দি থানার ওসি হাসিনা বেগম জানান, তিন থেকে চার দিন আগে জলিল মোল্লা নিখোঁজ হলেও তার পরিবার কোনো অভিযোগ করেনি। আজ বেলা ১১টার দিকে স্থানীয়রা তার বাড়ির পেছনের পুকুরে একটি মহদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পড়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
রুবেলুর রহমান/আরএআর/এমএস