ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুন
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুন হয়েছেন। নিহত আব্দুর রশিদ (৬৫) গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের মৃত হুমেদ আলীর ছেলে। এ ঘটনায় ঘাতক ছোটভাই দুরুল হোদাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন কামাল জানান, জমিজমা নিয়ে বড়ভাই আব্দুর রশিদের সঙ্গে ছোটভাই দুরুল হোদার বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে দুই ভাইয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে রোববার সকাল সাড়ে ৮টার দিকে ছোটভাই দুরুল তার বড়ভাই আব্দুর রশিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের লোকজন আব্দুর রশিদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান তিনি।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং ঘাতক দুরুল হোদাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
আব্দুল্লাহ/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’