গানের আসরে বসা নিয়ে সংঘর্ষ : আহত ৩০
ভৈরবে বাউল গানের আসরে বসার স্থান নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ দুই শতাধিক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। রোববার দুপুর দেড়টায় পৌর শহরের চন্ডিবের পলতাকান্দা ও কালিপুর গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাকাসী জানায়, পৌর এলাকার কালীপুর গ্রামে শনিবার রাতে বাউল গানের আসরে বসার স্থান নিয়ে পলতাকান্দা এলাকার কয়েকজনের ঝগড়া হয়। আজ সকালে কালীপুর এলাকার ছেলেরা ভৈরব বাজারে যাওয়ার পথে তাদের মারধর করে পলতাকান্দার ছেলেরা। এ খবর কালীপুর এলাকায় ছড়িয়ে পড়লে কালীপুরবাসী দেশীয় অস্ত্র নিয়ে পলতাকান্দার লোকদের ওপর আক্রমণ করে। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়ালে প্রায় ৩০ জন আহত হয়।
এ সময় সংঘর্ষ থামাতে পুলিশ প্রায় দুই শতাধিক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। খবর পেয়ে বিকেল ৫টায় কিশোরগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শফিকুল ইসলাম ও ভৈরব উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভৈরব থানার ওসি মো. মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফারুক/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খালেদা জিয়ার আদর্শই হবে আমাদের আগামীর চালিকাশক্তি
- ২ বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখম, উপজেলা জামায়াত আমির গ্রেফতার
- ৩ চাঁপাইনবাবগঞ্জে নিম্নমানের খেজুর মজুত, দোকানির লাখ টাকা জরিমানা
- ৪ নির্বাচনি প্রচারণার প্রথম দিন মৌলভীবাজারে জনসভা করবেন তারেক রহমান
- ৫ সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে বদিউল আলম