লক্ষ্মীপুরে মিষ্টি খেয়ে ৪০ নারী-শিশু ডায়রিয়ায় আক্রান্ত
জেলার কমলনগর উপজেলায় মিষ্টি খেয়ে বিষক্রিয়ায় শিশুসহ প্রায় ৪০ জন এলাকাবাসী অসুস্থ হয়েছেন। মঙ্গলবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার মুন্সিরহাট বাজারের আল-মদিনা রেস্তোরাঁ থেকে মিষ্টি কিনে খাওয়ার পর চর মার্টিন গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, মুন্সিগঞ্জ বাজারের হাসানের মালিকানাধীন আল মদিনা রেস্টুরেন্ট থেকে মিষ্টি কিনে খাওয়ার পরপরই তারা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের মধ্যে বেশিরভাগই ডায়েরিয়া আক্রান্ত হয়েছে। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল, কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
এ ব্যাপারে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মীর মোহাম্মদ আমিনুল ইসলাম মঞ্জু বলেন, মিষ্টি খেয়ে ডায়রিয়া আক্রান্তরা হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
কাজল কায়েস/এআরএ/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বান্দরবানে বিএনপিতে যোগ দিলেন এনসিপির জেলা সদস্যসচিব
- ২ গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ অটোরিকশা চালকদের
- ৩ মঞ্চে সস্ত্রীক গান গাইলেন বিএনপির প্রার্থী ফজলুল হক মিলন
- ৪ দুই দশক পর ফেনীতে তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস
- ৫ শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ছাত্রদল নেতাকে অব্যাহতি