কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত ২
কুমিল্লায় ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জেলখানা বাড়ি এলাকায় একটি অবৈধ রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর দক্ষিণ উপজেলার টঙ্গিরপাড় গ্রামের মমিনুল ইসলামের ছেলে অটোরিকশা চালক আবুল খায়ের (৩২) এবং একই গ্রামের আবদুর রশিদের ছেলে মাসুদ রানা (২৮)।
লাকসাম জংশন রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি সিএনজি চালিত অটোরিকশা রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এতে অটোচালকসহ দুইজন নিহত হন।
কামাল উদ্দিন/এআরএ/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ