ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাতে ফোনে ঝগড়া, সকালে ঘরে মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ০৭ মার্চ ২০১৮

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সীমা আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার পৌর এলাকার নোয়াগাঁও গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, পৌর এলাকার কেরোয়া গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে সীমার সঙ্গে চার বছর আগে নোয়াগাঁও গ্রামের মোখলেছুর রহমানের (মুকু) ছেলে মনির হোসেনের বিয়ে হয়। তাদের কোনো সন্তান নেই। গত ছয় মাস আগে নোয়াগাওঁ গ্রামের আব্দুস সাত্তার সাউদের ঘর ভাড়া নেয় সীমা। বুধবার সকালে সেখানেই তার গলায় ফাঁস দেয়া মরদেহ দেখতে পান স্থানীয়রা।

বাড়ির মালিক আব্দুস ছাত্তার সাউদ জানান, রাতে তিনি মোবাইল ফোনে সীমাকে ঝগড়া করতে শোনেন। ভোরে তার স্ত্রী পাশের ঘরে থাকা সীমাকে নামাজ পড়ার জন্য ডাকতে দরজায় ধাক্কা দিলে দরজাটি খুলে যায়। পরে জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচানো সীমার মরদেহ দেখা যায়।

সীমার বোন সুমী বেগম জানান, তার বোনের মৃত্যু রহস্যজনক। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করার দাবি করেন তিনি।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

আরএআর/এমএস

আরও পড়ুন