ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০১:২৭ পিএম, ০৮ মার্চ ২০১৮

গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার মোশারফ কম্পোজিট কারখানার তুলার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ৬ ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ৯টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সাভির্সের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন ও ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে মোশারফ কম্পোজিট কারখানার একটি একতলা ভবনে তুলার গোডাউনে আগুন লাগে। মুহূর্তে আগুন গোডাউনের সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুরের শ্রীপুর, জয়দেবপুর, টঙ্গী ও ময়মনসিংহের ভালুকা ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আক্তারুজ্জামান লিটন আরো জানান, আগুন পুরোপুরি নেভাতে সময় লাগবে। একপাশ দিয়ে ডাম্পিং কাজ শুরু হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আমিনুল ইসলাম/এফএ/আরআইপি

আরও পড়ুন