ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিনা টিকিটে রেল ভ্রমণ, ১২শ যাত্রীকে জরিমানা

জেলা প্রতিনিধি | ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১০ মার্চ ২০১৮

কিশোরগঞ্জের ভৈরবে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে এক হাজার ১৯৩ জন যাত্রীর কাছ থেকে দুই লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভৈরব রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী বিভিন্ন আন্তঃনগর ট্রেনে বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় চিফ কমার্শিয়াল ম্যানেজার সরদার সাহাদাত আলী। এ সময় তাকে সহায়তা করেন ভৈরব রেলওয়ে থানা পুলিশ, রেলওয়ে নিরাপত্তা, স্টেশনের কর্মচারী ও কর্মকর্তাসহ প্রায় ৫০ জন টিকেট কালেক্টর।

ভৈরব রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ও কিশোরগঞ্জ চলাচলকারী আপ ও ডাউন সকল আন্তঃনগর ও লোকাল ট্রেন ভৈরব রেলওয়ে স্টেশনে থামিয়ে বিনা টিকিটের যাত্রীদের জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার অমৃত লাল দাস জানান, বিনা টিকিটে রেল ভ্রমণ একটি অপরাধ। এভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রেন যাত্রীদেরকে সতর্ক করাসহ সচেতন করা হয়।

আসাদুজ্জামান ফারুক/আরএআর/আরআইপি

আরও পড়ুন