বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
বগুড়ার শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হারুন অর রশিদকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পৌর শহরের কোর্টপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। হারুন পৌর শহরের কোর্টপাড়া এলাকার আব্দুল সালামের ছেলে।
শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০৮ সালের ৫ ডিসেম্বর শেরপুর বাসস্ট্যান্ডে জমি দখলের অভিযোগে হারুন অর রশিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন জমির মালিক এহসানুল কবির বাবু। আর সেই মামলায় আদালতের নির্দেশে প্রায় সাত বছর পর পুলিশ তাকে গ্রেফতার দেখালো।
লিমন বাসার/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ২ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৩ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৪ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৫ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন