ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আর স্কুলে যাবে না সাহেদ

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০১:১৩ পিএম, ১১ মার্চ ২০১৮

ফরিদপুরের সদরপুরে বিদ্যালয়ের ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আহত তিন শিক্ষার্থীর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সাহেদ (১২) নামে এক শিশু। রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

সাহেদ ফরিদপুরের সদরপুর উপজেলার লোহারটেক গ্রামের প্রবাসী উজ্জ্বল ফকিরের ছেলে। সে লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিল।

শিশুটির চাচাতো ভাই স্বপন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা আহত সাহেদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করেন। শনিবার রাতে তাকে ঢাকার বক্ষব্যাধী হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আইসিইউ সুবিধা না থাকায় চিকিৎসকরা ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে সেখানে নেওয়ার পর রোববার সকাল সাড়ে ৮টার দিকে সাহেদের মৃত্যু হয়।

Sahed-(2)

এদিকে সকালে সাহেদের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। আহাজারিতে ভারি হয়ে ওঠে সেখানকার পরিবেশ। নিহত সাহেদ ছিল তিন ভাই বোনের মধ্যে সবার বড়।

প্রসঙ্গত, শনিবার দুপুর দেড়টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পরিত্যাক্ত একটি ভবন ধসে পড়লে সাহেদসহ তিন শিক্ষার্থী চাপা পড়ে গুরুতর আহত হয়।

তরুন/এফএ/পিআর

আরও পড়ুন