ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১১ দফা আদায়ে মুন্সীগঞ্জে শিক্ষকদের ধর্মঘট

জেলা প্রতিনিধি | মুন্সীগঞ্জ | প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১১ মার্চ ২০১৮

বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে মুন্সীগঞ্জে অবিরাম ধর্মঘট পালন করছেন শিক্ষকরা।

রোববার সকাল থেকে জেলার সব বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ ধর্মঘট চলছে। আগামী ১৪ মার্চ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বেসরকারি শিক্ষক সমিতি। রোববার ধর্মঘট চলাকালীন মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল হক রিয়াজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বেরসকারি শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি ফজলুল করিম ভূইয়া, হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু ননী গোপাল ঘোষসহ সদর উপজেলার বিভিন্ন বেসকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক।

এ সময় শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতাসহ ১১ দফা দাবি আদায় না হওয়া পযন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান শিক্ষকরা।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/পিআর

আরও পড়ুন