ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে কৃষক দম্পতির গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ১১ মার্চ ২০১৮

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন থেকে এক কৃষক দম্পতির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে মেঘনা খামার পাড়া এলাকা থেকে পাংশা থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। নিহতরা হলেন- কৃষক দেলবর আলী ও তার স্ত্রী ঝর্ণা বেগম।

থানা পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামার পাড়া এলাকার বাসিন্দা দেলবর আলী স্ত্রী ও ৫ ছেলে এক মেয়ে নিয়ে কৃষিকাজ করে সংসার চালাতেন।

দেলবরের স্ত্রী ঝর্ণা বেগম দুবাই থেকে ১ বছর আগে দেশে ফিরেন। এরপরও তাদের সংসারের অভাব দূর না হওয়ায় পুনরায় বরিশালে এক বাসায় গৃহকর্মীর কাজ শুরু করেন।

এ নিয়ে মাঝেমধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। সকালে ওই কৃষক দম্পতির মেয়ে রাবেয়া তার মা-বাবার ঘরের দরজা খুলতে না পেরে বেড়ার ফাঁক দিয়ে মায়ের গলাকাটা মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। ঘরে প্রবেশ করে দেখেন আড়ার সঙ্গে ঝুলছে বাবার মরদেহ। পরে পুলিশকে খবর দিলে মরদেহ দুটি উদ্ধার করে।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. ফজলুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রুবেলুর রহমান/এএম/আরআইপি